মোহাম্মদ ওসামা, ইনকিলাব মঞ্চের সদস্য, জানিয়েছেন যে যারা ওসমান হাদির ওপর গুলি করেছে, তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার দলের সদস্য হিসেবে যোগ দেয়। তিনি জানান, মোটরসাইকেলে আসা দুজনের মধ্যে একজন এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। তিনি দাবি করেছেন, “এই দুজন গত দুই সপ্তাহ ধরে ওসমান হাদির প্রচারণায় অংশগ্রহণ করছিল। কিছুদিন তাদের দেখা যায়নি, কিন্তু সম্প্রতি তারা আবার আসায় প্রচারণায় যোগ দেয়।”
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুকে প্রচারণার সময়ের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে হাদির পেছনে আরো কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। জুমা সেখানকার তিনজনকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, “এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনগণ, আপনারাই ইনকিলাব কর্মী, এটি আপনাদের হাতে নিন। প্রশাসন আমাদের আপডেট না দিয়ে বরং আমাদের কাছ থেকে আপডেট নিচ্ছে।”
ত্রয়োধশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপর গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি ছুঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
