চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে পৃথক দুটি অভিযানে বিপুল মাদকসহ বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৫ ডিসেম্বর) এসব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এর আগে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুরে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের গোপালপুরে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের মোটর সাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির সদস্যরা।
অন্যদিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির বিজিবি সদস্যরা রোববার দিবাগত রাতে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ৭২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। সীমান্তের মেইন পিলার নম্বর ১৮২ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
হানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে। সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
সূত্র: ইত্তেফাক
